বিবাহ বিচ্ছেদ করে স্বয়ম্বরে ভারতীয় স্বামীর খোঁজে সানি

বিবাহ বিচ্ছেদ করে স্বয়ম্বরে ভারতীয় স্বামীর খোঁজে সানি

বিবাহ বিচ্ছেদ করে স্বয়ম্বরে ভারতীয় স্বামীর খোঁজে সানি বলিউডে পা রাখার পর থেকেই ভারতীয় পুরুষদের চোখের মণি তিনি। কিন্তু মনটা বরাবরই খচখচ করত। কারণ সানি যে বিবাহিত। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে ঈর্ষার চোখে দেখতে সকলেই। মনে মনে বহুবার গলা টিপে মেরেওছেন বোধহয়। তাদের মনে আশা জাগিয়েই এবার বিবাহ-বিচ্ছেদের পথে সানি।

শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবনে সমস্যা চলছে সানির। কিন্তু রাগিনি এমএমএস টু-র প্রচারের জন্য এতদিন ব্যক্তিগত সমস্যা সামনে আসতে দেননি সানি। এবারে হয়তো বিবাহ-বিচ্ছেদের আবেদন জানাবেন তিনি।

শোনা যাচ্ছে বিচ্ছেদের পর নাকি ভারতীয় পুরুষকেই স্বামী হিসেবে বেছে নিতে চান সানি। তাঁর মতে ভারতীয়রা বহুগামী হন না। বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই একতা কপূর পরিচালিত টেলিভিশন শো সানি কা স্বয়ম্বরেও নিজের জন্য পাত্র খুঁজতে চলেছেন তিনি।


First Published: Tuesday, April 1, 2014, 14:40


comments powered by Disqus