Last Updated: Tuesday, April 1, 2014, 14:40
বলিউডে পা রাখার পর থেকেই ভারতীয় পুরুষদের চোখের মণি তিনি। কিন্তু মনটা বরাবরই খচখচ করত। কারণ সানি যে বিবাহিত। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে ঈর্ষার চোখে দেখতে সকলেই। মনে মনে বহুবার গলা টিপে মেরেওছেন বোধহয়। তাদের মনে আশা জাগিয়েই এবার বিবাহ-বিচ্ছেদের পথে সানি।