Last Updated: February 26, 2013 18:09

মুক্তি পেতেই আকাশের প্রায় সব ঘুড়িই কেটে ফেলল কায় পো চে। প্রথম সপ্তাহান্তেই ছবির ঝুলিতে ১৬ কোটি। গত শুক্রবার একসঙ্গে মুক্তি পায় কায় পো চে ও জিলা গাজিয়াবাদ। আর তিনদিনেই কায় পো চে-র দাপটে তাল কেটে গেছে জিলা গাজিয়াবাদের।
মুক্তির দিন অর্থাত্ শুক্রবার কায় পো চে বক্সঅফিসে ৩.৭ কোটির ব্যবসা করেছে। শনিবার ৫.৫ কোটি ও রবিবারের আয় ৬.৯ কোটি। মূলত শহরের মাল্টিপ্লেক্সে থেকেই উঠে এসেছে এই আয়। দক্ষিণ মুম্বইতে ভাল ব্যবসা করেছে কায় পো চে। চেতন ভগতের থ্রি মিসটেকস অফ মাই লাইফ উপন্যাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। তিন বন্ধুর জীবনের গল্পো কায় পো চে। গুজরাট ভূমিকম্প ও দাঙ্গা অনেকখানি জুড়ে রয়েছে ছবির।
মূখ্য চরিত্রে রয়েছেন রাজ কুমার যাদব, সুশান্ত সিং রাজপুত ও অমিত সাধ।
First Published: Tuesday, February 26, 2013, 18:11