অল দ্য রজনি ফ্যানস, রজনি @twitter

অল দ্য রজনি ফ্যানস, রজনি @twitter

অল দ্য রজনি ফ্যানস, রজনি @twitter যাই তিনি করেন, তাই হয় ইতিহাস। সারপ্রাইজ দিতে তাঁর জুড়ি মেলা ভার। এবার কোচাদইয়া ছবির মুক্তির আগে সোমবার টুইটারে আত্মপ্রকাশ করলেন রজনিকান্ত। বললেন, সেরা রজনি ওয়াল-লাইনারের অপেক্ষায় রয়েছেন তিনি। টুইটার হ্যান্ডল @SuperStarRajni-র মাধ্যমনে ভক্তদের সঙ্গে কথা বলবেন তিনি।

দক্ষিণী সুপারস্টার এ দিন বলেন, "আমি টুইটারে আসার সিদ্ধান্ত নিয়েছি কারণ এখানে পৃথিবীর সবরকম আপডেট পাওয়া যায়। আমাকে বলা হয়েছে রজনি-ওয়ান লাইনারের এটাই সেরা জায়গা। আমি সবসময় মনে করি আমার কেরিয়ার গ্রাফ একটা মিরাকল। তার জন্য আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। টুইটারে আসা ওদের জন্যই। দুর্ভাগ্যবশত এতদিন জানতেই পারতাম না ওরা কী ভাবে।"

সিএ মিডিয়া ডিজিটালের ফ্লুয়েন্স রজনির টুইটার হ্যান্ড দেখাশোনা করবে। রজনিকে টুইটারে স্বাগত জানিয়েছেন টুইটার ইন্ডিয়ার মার্কেট ডিরেক্টর ঋষি জেটলি। তাঁর টুইটারে আসা আরও আকর্ষণীয় করে তুলতে প্রথম এক সপ্তাহে তাঁর সব ফলোয়ারের কাছে পৌছে যাবে ওয়েলকামগ্রাফ।


First Published: Monday, May 5, 2014, 22:50


comments powered by Disqus