Last Updated: Thursday, December 12, 2013, 21:41
রজনী মানে ম্যাজিক। রজনী মানে আবেগ। তাঁর ক্যারিশমা ছড়িয়ে বিনোদন থেকে রাজনীতিতে। জন্মাষ্টমী, শিবরাত্রির থেকে কোনও অংশে কম নয় রজনীকান্তের জন্মদিন। দক্ষিণী সুপারস্টারের ৬৩ বছরের জন্মদিনের চিত্রটাও তার থেকে কোনওভাবে আলাদা ছিল না। বরং, কিছুটা বেশিই ছিল। কারণ শুধু আবেগ নয়, ২০১৪ লোকসভা নির্বাচনে তামিল নাড়ুর ভোটব্যাঙ্কও যে নির্ভর করছে তাঁর দাক্ষিণ্যের ওপর।