সুপ্রিমকোর্টে খারিজ মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা

সুপ্রিমকোর্টে খারিজ মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা

 সুপ্রিমকোর্টে খারিজ মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা `ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি)` খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের পক্ষে জানানো হল অভিন্ন প্রবেশিকার বিজ্ঞপ্তি অসাংবিধানিক।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমসিআই) এই ধরণের কোনও পরীক্ষার আয়োজন করার সাংবিধানিক অধিকার নেই বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি আলতামাস কবির ও বিচারপতি বিক্রমজিৎ সেন। যদিও বিচারপতি অনিল আর দাভে তাঁদের সঙ্গে একমত হননি।  

এই বছর থেকেই এমসিআই এমবিবিএস, এমডি, এমএস ও বিডিএস ডিগ্রির জন্য দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল এমসিআই। এমসিআই-এর এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ সুপ্রিমকোর্টে আপিল করে।





First Published: Thursday, July 18, 2013, 12:47


comments powered by Disqus