Last Updated: Thursday, July 18, 2013, 12:47
স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা `ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি)` খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের পক্ষে জানানো হল অভিন্ন প্রবেশিকার বিজ্ঞপ্তি অসাংবিধানিক।