মুন্না ভাইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

মুন্না ভাইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

মুন্না ভাইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টেবলিউড তারকা সঞ্জয় দত্তের শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করেদিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আজ বিচারপতি পি সতশিবম ও বিচারপতি বিএস চৌহানের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল মুন্না ভাইয়ের আবেদন। আগামী ১৫ই মে নির্ধারিত শাস্তি অনুযায়ীই জেলে যেতে হচ্ছে তাঁকে।

আজই অভিনেতা সঞ্জয় দত্তের শাস্তি পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করার কথা ছিল  সুপ্রিম কোর্টের। ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলায় বলিউডের মুন্নাভাইকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় দেয় শীর্ষ আদালত। একই অপরাধে এর আগে ১৮ মাস জেলে ছিলেন সঞ্জয় দত্ত। গত ২১ মার্চ দেশের শীর্ষ আদালত তাঁকে বাকি আরও সাড়ে তিন বছর কারাবাসের নির্দেশ দেয়।   

চলতি বছরের ১৭ এপ্রিল মুন্নাভাইয়ের আত্মসমর্পনের সময় চার সপ্তাহ বাড়িয়ে দেয় আদালত। এর পরে সাজা পুনর্বিবেচনার আবেদন করে সুপ্রিম কোর্টে রিভিউপিটিশন দায়ের করেন সঞ্জয় দত্ত। 

এই মুহূর্তে মুন্না ভাইয়ের উপরে কয়েকশো কোটি টাকা লগ্নি রয়েছে বলিউডের বিভিন্ন ছবির প্রযোজকদের। ফলে আদালত কী রায় দেয় সে দিকে তাকিয়ে রয়েছে বলিউড।  যেহেতু সঞ্জয় দত্ত এর আগেও সাজা ভোগ করেছেন এবং তাঁর উপরে বলিউডের এত টাকা লগ্নি রয়েছে ফলে তাঁর আবেদনটি শীর্ষ আদালত বিশেষভাবে বিচার করতে পারে বলে মনে করছে আইনজ্ঞ মহল।  







First Published: Friday, May 10, 2013, 15:13


comments powered by Disqus