Last Updated: June 28, 2012 10:11

প্রায় ৩১ বছর বন্দি থাকার পর আজ মুক্তি পেলেন পাকিস্তানের জেলে বন্দি সুরজিত সিং। বৃহস্পতিবার সকালেই লাহোরের কোট লাখপত জেল থেকে মুক্তি পান তিনি। এরপর ৬৯ বছর বয়সী সুরজিত্ সিংকে ওয়াঘা সীমান্ত নিয়ে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
আশির দশকে সামরিক একনায়ক জিয়াউল হকের জমানায় বেআইনিভাবে পাকিস্তানে প্রবেশ ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় সুরজিত সিংকে। ১৯৮৫ সালে পাকিস্তানের সেনা আইন অনুযায়ী সুরজিত সিংয়ের মৃত্যুদণ্ড হয়। এরপর ১৯৮৯ সালে তত্কালীন প্রেসিডেন্ট গুলাম ইশাক খান প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পরামর্শে সুরজিত্ সিংয়ের মৃত্যুদণ্ড রদ করেন। পরিবর্তে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন তিনি।
সেই থেকেই সুরজিত্ পাকিস্তানের লাহোরের কোট লাখপত জেলে বন্দি ছিলেন। গত পরশু সন্ধেয় সরবজিতের মুক্তির বিষয়ে ঘোষণা হলেও, পরে জানা যায় আসলে ছাড়া হবে সুরজিত্ সিংকে। মঙ্গলবারই গভীর রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মুখপাত্র ফরহাতুল্লা বাবর বিবৃতি দিয়ে জানিয়ে দেন, বোঝাবুঝির ক্ষেত্রে বড় ভুল হয়ে গিয়েছে। সরবজিৎ সিংহের মুক্তি নিয়ে কোনও কথা হয়নি, প্রেসিডেন্টও তাকে ক্ষমা করেননি। সরবজিৎ নয়, পাক জেল থেকে মুক্তি পাচ্ছেন সুরজিৎ সিংহ নামে আশির দশক থেকে পাক জেলে বন্দি এক ভারতীয় নাগরিক। তিনি সুচা সিংয়ের ছেলে। তিন দশক পর সুরজিত্ সিংয়ের মুক্তির খবরে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর পরিবার।
First Published: Thursday, June 28, 2012, 10:11