Kot Lakhpat Jail - Latest News on Kot Lakhpat Jail| Breaking News in Bengali on 24ghanta.com
মুক্তি পেলেন সুরজিত্‍ সিং

মুক্তি পেলেন সুরজিত্‍ সিং

Last Updated: Thursday, June 28, 2012, 10:11

প্রায় ৩১ বছর বন্দি থাকার পর আজ মুক্তি পেলেন পাকিস্তানের জেলে বন্দি সুরজিত সিং। বৃহস্পতিবার সকালেই লাহোরের কোট লাখপত জেল থেকে মুক্তি পান তিনি। এরপর ৬৯ বছর বয়সী সুরজিত্‍ সিংকে ওয়াঘা সীমান্ত নিয়ে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।