Last Updated: October 13, 2012 19:16

দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার। তবে এবার ক্রীড়াক্ষেত্রের বাইরে। একটি মদের বিজ্ঞাপন করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন অলিম্পিকে রুপো জয়ী এই কুস্তিগীর। বিজ্ঞাপন করার বিনিময় সুশীলকে পঞ্চাশ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সুশীল জানিয়েছেন এই ধরণের বিজ্ঞাপন তরুণদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।
অন্যদিকে, ইংল্যান্ডের সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় ঢুকে পড়লেন ওয়েন রুনি। ববি চার্লটন, গ্যারি লিনেকারদের মত কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে এবার নাম উচ্চারিত হবে তাঁর। স্যান মারিনোর বিরুদ্ধে বিশ্বকাপ কোয়োলিফায়ারে জোড়া গোল করে এই কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে ৩১আন্তর্জাতিক গোল করা হয়ে গেল রুনির।
First Published: Saturday, October 13, 2012, 19:16