Last Updated: Saturday, October 13, 2012, 19:16
দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার। তবে এবার ক্রীড়াক্ষেত্রের বাইরে। একটি মদের বিজ্ঞাপন করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন অলিম্পিকে রুপো জয়ী এই কুস্তিগীর। বিজ্ঞাপন করার বিনিময় সুশীলকে পঞ্চাশ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সুশীল জানিয়েছেন এই ধরণের বিজ্ঞাপন তরুণদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।