Last Updated: April 21, 2014 16:21

চিকিত্সক সুশীল পাল হত্যা কাণ্ডে অভিযুক্ত ১২ জনকেই দোষী সাব্যস্ত করল হাওড়া আদালত। কাল আদালত দোষীদের সাজা ঘোষণা করবে। দীর্ঘ দশ বছর অপেক্ষার পর আজ আদালতের রায় শুনে খুশি মৃত চিকিত্সকের স্ত্রী কণিকা পাল। দুহাজার চার সালের জুলাইয়ে খুন হন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুশীল পাল।
সাঁকরাইলের কাছে সরস্বতী নদীতে উদ্ধার হয় তাঁর ক্ষত বিক্ষত দেহ। শরীরে মেলে ৩৩টি আঘাতের চিহ্ন। সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত ভার নেয়। অভিযোগ বেআইনি গর্ভপাত করাতে সম্মত না হওয়াতেও খুন হন ওই চিকিত্সক। গ্রেফতার হন বালির একটি নার্সিংহোমের কর্তা বিশ্বজ্যোতি বসু, এক মহিলা সহ মোট ১৩ জন।
মূল অভিযুক্ত বিশ্বজ্যোতি বসু এখনও জেলেই রয়েছেন। এই ঘটনার পর তত্কালীন সিপিআইএম নেতা বিশ্বজ্যোতি বসুকে বহিস্কার করে দল। ২০০৪ সাল থেকে এই মামলার বিচারের আশায় ছিলেন মৃত চিকিত্সকের স্ত্রী কণিকা পাল ও দুই কন্যা। আজ আদালতের রায়ের পর এজলাসেই কান্নায় ভেঙে পড়েন অন্যতম অভিযুক্ত পিয়ালী দাস।
First Published: Monday, April 21, 2014, 16:21