Last Updated: Tuesday, April 22, 2014, 15:23
দশ বছর পর অবশেষে সাজাঘোষণা হল চিকিত্সক সুশীল পাল হত্যাকাণ্ডে। দোষী সাব্যস্ত ১২ জনের মধ্যে ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। এদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত বিশ্বজ্যোতি বসু, চিকিত্সক পিয়ালী দাসও। অভিযুক্ত বাকি চারজনকে সাত বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।