Last Updated: June 22, 2013 13:55

বিজেপির মধ্যেকার মেরুকরণকে উশকে দিয়ে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল দাবি করল সুষমা স্বরাজই বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে যোগ্যতম। ``কংগ্রেসকে পরাস্ত করার জন্য বিজেপির অনান্য রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন প্রয়োজন`` বর্ষীয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবাণীর এহেন মন্তব্যের ঘণ্টা খানেকের মধ্যেই জেডিইউ-এর তরফ থেকে এই ধরণের বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
খোলা গলায় লোকসভার বিরোধী দল নেত্রীর প্রশংসা করে জেডিইউ নেতা আলি আনওয়া জানিয়েছেন সুষমার স্বচ্ছ ভাবমূর্তি প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত। ``সারা দেশ দেখছে ভারতীয় সংস্কৃতির বুলি আওড়ায় যে দল, সেই দল কী ভাবে একজন নারীকে একঘরে করে রেখেছে।`` সুষমার প্রশংসার পাশাপাশি বিজেপির নিন্দা করতেও ভোলেননি আলি আনওয়া।
এই জেডেইউ নেতা জানিয়েছেন এখন যুগটাই রাজনৈতিক সংযুক্তিকরণের। আডবাণীর মন্তব্যকে উদাহরণ হিসাবে টেনে এনে তিনি জানিয়েছেন সহযোগীদের ছাড়া বিজেপি আখেরে কিছুই করে উঠতে পারবে না।
First Published: Saturday, June 22, 2013, 13:55