Last Updated: Saturday, June 22, 2013, 13:55
বিজেপির মধ্যেকার মেরুকরণকে উশকে দিয়ে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল দাবি করল সুষমা স্বরাজই বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে যোগ্যতম। ``কংগ্রেসকে পরাস্ত করার জন্য বিজেপির অনান্য রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন প্রয়োজন`` বর্ষীয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবাণীর এহেন মন্তব্যের ঘণ্টা খানেকের মধ্যেই জেডিইউ-এর তরফ থেকে এই ধরণের বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।