Last Updated: January 18, 2014 10:49

অসমের কোকরাঝাড়ে বাসে হামলা চালাল জঙ্গিরা। গতকাল রাত ১০টা নাগাদ কোকরাঝাড়ের রামফলবিল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাসটিকে থামিয়ে গুলি চালায় জঙ্গিরা। গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন দু`জন। বাসটি শিলিগুড়ি থেকে শিলঙ যাচ্ছিল। ঘটনায় এনডিএফবি জঙ্গিরা জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের।
অসমের অ্যাডিশানাল ডাইরেক্টর জেনারেল এ পি রাউত বলেন, "এনডিএফবির জঙ্গিরাই এই ঘটনার পিছনে রয়েছে। এই নাশকতার ছক যে করেছে তাঁকেও চিহ্ণিত করা গিয়েছে।"
অসম পুলিসের তরফে জানানো হয়েছে, রাত ৯টা ৩০ নাগাদ বাসটি থামায়, যাত্রীদের বাস থেকে নামিয়ে গুলি করা হয়।
First Published: Saturday, January 18, 2014, 10:49