Last Updated: March 6, 2012 22:50

আর্থিক বেনিয়ম এবং রবীন্দ্রনাথের বহু দুষ্পাপ্য সৃষ্টি নকল করে পাচার করার অভিযোগে সাসপেন্ড করা হল বিশ্বভারতীর এক আধিকারিককে। সিভিসি তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরই মঙ্গলবার সাসপেন্ড করা হয় ওই আধিকারিককে। তিনি রবীন্দ্রভবনের প্রাক্তন স্পেশাল অফিসার ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বাড়িতে শাস্তির চিঠি পাঠালে নিতে অস্বীকার করেন তিনি। এরপর মেল-এ তাঁকে শাস্তির চিঠি পাঠানো হয়।
First Published: Tuesday, March 6, 2012, 22:50