বিজয়গড়ের বহুতলে যুবকের রহস্য মৃত্যু, উত্তেজনা এলাকায়

বিজয়গড়ের বহুতলে যুবকের রহস্য মৃত্যু, উত্তেজনা এলাকায়

বিজয়গড়ের বহুতলে যুবকের রহস্য মৃত্যু, উত্তেজনা এলাকায়যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল যাদবপুরে। গতকাল রাতে যাদবপুর থানার অর্ন্তগত বিজয়গড়ে একটি বহুতলের দোতলার ফ্ল্যাট থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম সমন্বয় ভট্টাচার্য। পুলিসের প্রাথমিক অনুমান মহিলা ঘটিত কারণেই মৃত্যু হয়েছে সমন্বয় ভট্টাচার্যের। বৃহস্পতিবার সন্ধে। প্রতিদিনের অভ্যাসমত এদিনও যাদবপুর থানার বিজয়গড়ের বহুতলে নিজের ছেলের ফ্ল্যাটে যান মনোরঞ্জন ভট্টাচার্য। ঘরে ঢুকে দেখেন বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সমন্বয়ের দেহ।

এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সমন্বয়বাবু গৃহশিক্ষকতা করতেন। একইসঙ্গে একটি সরকারি কলেজে লাইব্রেরিয়ানের কাজও করতেন।

পুলিসের প্রার্থমিক অনুমান মহিলাঘটিত কারণেই খুন। এর আগেও মহিলাঘটিত ঘটনায় নাম জড়িয়েছিল সমন্বয় ভট্টাচার্যের। মঙ্গল ও সিবু নামে দুই যুবককে খুঁজছে পুলিস। শিবু স্থানীয় রিক্সা চালক। পুলিস জানতে পেরেছে, বেশ কয়েকমাস ধরে কোনও সম্পর্ক না থাকলেও খুনের দিন এই দুজনেই সমন্বয়ের বাড়িতে যায়। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান যুগ্ম পুলিস কমিশনা পল্লাবকান্তি ঘোষ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

First Published: Friday, April 4, 2014, 10:17


comments powered by Disqus