Last Updated: Friday, April 4, 2014, 21:52
যাদবপুরের বিজয়গড়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার হল এক জন। গতকাল রাতে নিজের ফ্ল্যাট থেকে সমন্বয় ভট্টাচার্য নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে পুলিস আজ মঙ্গল মণ্ডলকে গ্রেফতার করে। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। আগে সমন্বয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিন্তু ছ`মাস আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়। এরপর আর দু`জনের কোনও যোগাযোগ ছিল না।