Last Updated: February 10, 2014 09:53

এবার স্বামী অসীমানন্দের সাক্ষাত্করারের গুরুত্বপূর্ণ অংশের প্রতিলিপি প্রকাশ করল দিল্লির দ্য ক্যারাভান পত্রিকা। পত্রিকার ওয়েবসাইটে প্রতিলিপি প্রকাশ করা হয়েছে। আম্বালা কেন্দ্রীয় সংশোধনাগারে দ্য ক্যারাভান পত্রিকার সাংবাদিক লীনা গীতা রঘুনাথকে ২০১১ সাল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত, মোট চারটি সাক্ষাত্কার দেন স্বামী অসীমানন্দ।
সেই সাক্ষাত্কার রেকর্ড করার ব্যাপারেও অসীমানন্দ সম্মতি দিয়েছিলেন বলে দাবি দ্য ক্যারাভান পত্রিকার। গত সপ্তাহেই অসীমানন্দকে উদ্ধৃত করে পত্রিকার প্রতিবেদন সামনে আসার পর শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে।
ওই চাঞ্চল্যকর প্রতিবেদনে অসীমানন্দের উদ্ধৃতি তুলে বলা হয়, হায়দরাবাদের মক্কা মসজিদ, সমঝোতা এক্সপ্রেস, আজমের শরিফ বিস্ফোরণের বিষয়ে জানতেন বর্তমান আরএসএস প্রধান মোহন ভাগবত। এমনকি নাম জড়িয়ে যায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীরও। তবে প্রতিবেদনটিকে উড়িয়ে দিয়ে আরএসএস মুখপাত্র মন্তব্য করেন, ওটি বানানো সাক্ষাত্কার। এ নিয়ে জাতীয় রাজনীতিতে কম জলঘোলা হয়নি।
অসীমানন্দও জানিয়ে দেন, তিনি দ্য ক্যারাভান পত্রিকাকে কোনও সাক্ষাত্করা দেননি। এরপরই সাক্ষাত্কারের গুরুত্বপূর্ণ অংশ সামনে সরাসরি অসীমানন্দকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দ্য ক্যারাভান। পত্রিকার দাবি, তাঁদের কাছে চারটি সাক্ষাত্কারেরই অডিও টেপ রয়েছে। পত্রিকা জানিয়েছে, পরে সাক্ষাত্কারের আরও অংশ প্রকাশ করা হবে।
First Published: Monday, February 10, 2014, 09:53