Last Updated: Friday, January 4, 2013, 12:44
আবার বিতর্কের শীর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কুলপতি মোহন ভাগবত। ভারতে
নয়, ধর্ষণের ঘটনা ঘটে 'ইন্ডিয়া'তে। শিলচরে আরএসএস-এর এক কর্মিসভায় বর্ষীয়ান
এই নেতার দাবি শহরাঞ্চলের 'পাশ্চাত্য-দর্শন'ই মহিলাদের বিরুদ্ধে অপরাধের
অন্যতম প্রধান কারণ। এখানেই শেষ নয়। দেশের প্রধান বিরোধীদলের অস্বস্তিতে
ঘৃতাহুতি দিয়ে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়ভার্গীয় বলেন,
'লক্ষ্মণরেখা' পেরোলে তার মূল্য চোকাতে হবে মহিলাদেরই। বিজেপির পক্ষ থেকে অবশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে মধ্যপ্রদেশের এই নেতাকে।