যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন স্বতন্ত্র কুমার, চিনতেই পারলেন না অভিযোগকারিনীকে

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন স্বতন্ত্র কুমার, চিনতেই পারলেন না অভিযোগকারিনীকে

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন স্বতন্ত্র কুমার, চিনতেই পারলেন না অভিযোগকারিনীকেযৌন হেনস্থার অভিযোগ উড়িয়ে দিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমার। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে কুমার জানান, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। মিডিয়াকেও উনি অনুরোধ করেছেন তাঁর বিরুদ্ধে প্রমাণ ছাড়া কোনও না করতে। ইন্টার্নের আনা অভিযোগের কোনও ভিত্তি নেই বলে স্বতন্ত্র কুমার জানিয়েছেন, "উনি আমার সঙ্গে ইন্টার্নশিপ করেননি কোনওদিন। আমার অন্তত মনে পড়ছে না।"

ইন্টার্ন আনা এই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং। আদালত সূত্রের খবর অনুযায়ী, এ বিষয়ে ওই তরুণীকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিমকোর্ট। তবে শীর্ষ আদালত বিষয়টির তদন্ত করলে তা সামাজিকভাবে ইতিবাচক হবে বলেই মনে করেন ইন্দিরা জয়সিং। অশোককুমার গাঙ্গুলির ঘটনায় সদ্যই তোলপাড় হয়েছে দেশ। তার রেশ মিটতে না মিটতেই, সুপ্রিম কোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধেও উঠল একইরকমের যৌন হেনস্থার অভিযোগ। পরপর এই দুটি ঘটনা কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে যে নতুন করে প্রশ্ন তুলে দিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।







First Published: Saturday, January 11, 2014, 14:33


comments powered by Disqus