Last Updated: Monday, March 3, 2014, 23:41
আমেরিকা সহ আন্তর্জাতিক হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে দিয়ে রাশিয়া জানিয়ে দিল, ইউক্রেন থেকে সেনা সরাচ্ছে না তারা। ক্রিমিয়া এখন কার্যত রুশ সেনার দখলে। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, ইউক্রেনের রুশ ভাষাভাষীদের স্বার্থই প্রথম দেখবে তারা। মস্কোর ওপর চাপ তৈরির কৌশল এখনও ঠিক করতে পারেনি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো। একটি গুলিও খরচ করতে হল না রাশিয়াকে। ক্রিমিয়া কার্যত চলে এল রুশ সেনার দখলে। সেনাছাউনি, বিমানবন্দর, টিভি সেন্টার সব জায়গাতেই উড়ছে রুশ পতাকা।