Last Updated: June 7, 2014 12:01
সিন্ডিকেট অফিস দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন। সংঘর্ষে আহত হয়েছেন আটজন তৃণমূল কর্মী-সমর্থক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস, র্যাফ। সংঘর্ষ থামাতে লাঠি চালায় পুলিস। ঘটনায় দশ জনকে আটক করা হয়েছে।
অভিযোগ, আজ সকালে সিন্ডিকেট অফিসের সামনে বসেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের অনুগামীরা। আচমকাই বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীরা ওই অফিসে হামলা চালায়। কাকলি ঘোষ দস্তিদারের অনুগামীদের মারধরও করা হয় বলে অভিযোগ।
First Published: Saturday, June 7, 2014, 12:01