আজ থেকে শুরু কুড়ির বিশ্বকাপ

আজ থেকে শুরু কুড়ির বিশ্বকাপ

আজ থেকে শুরু কুড়ির বিশ্বকাপছোট বলেই তুচ্ছ নয়। ক্রিকেটের এই সংস্করণটা ছোট হতে পারে, কিন্তু ব্যাপরটা যখন বিশ্বকাপ তখন তা নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ যুদ্ধ যুদ্ধ আবহ। আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় শুরু হচ্ছে চতুর্থ টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই আয়োজক দেশের সামনে জিম্বাবোয়ে।

খাতায় কলমে শ্রীলঙ্কা এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপে ডার্কহর্স। ফেভারিট হিসাবে ধরা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের দৈত্য ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ আর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ধোনিরা সেখানে কিছুটা আন্ডারডগ বলা যেতে পারে। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত অভিযান শুরু করছে আগামীকাল, বুধবার। সামনে আফগানিস্তান। ধোনিদের গ্রুপে আছে ইংল্যান্ডও। তবে আসল লড়াই শুরু সুপার এইট থেকে।


First Published: Tuesday, September 18, 2012, 10:09


comments powered by Disqus