Last Updated: April 15, 2012 12:40

একটি ট্যাঙ্কারের মধ্যে থেকে উদ্ধার হল চালকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি টোলপ্লাজার কাছে। নিহত ট্যাঙ্কার চালকের নাম সত্যেন্দ্র সিং। ট্যাঙ্কারের মালিকের হদিশ মিলেছে।
তিনি বালি থানার পুলিসকে জানিয়েছেন, ১৩ তারিখ হলদিয়ায় পামোলিন তেল আনতে গিয়েছিল ট্যাঙ্কারটি। তেল নেওয়ার পর থেকেই সেটি নিখোঁজ হয়ে যায়। অন্যদিকে ট্যাঙ্কার চালক খুনের ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা-হলদিয়া ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। এদিন ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন এদিন একটি বৈঠকের পরই ধর্মঘটের সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রায় ৪০০ ট্যাঙ্কার চালক ও মালিক ধর্মঘটে সামিল হচ্ছেন বলে জানা গিয়েছে।
First Published: Sunday, April 15, 2012, 12:40