Last Updated: Tuesday, May 8, 2012, 18:19
বালিতে নাবালিকা অপহরণের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল পুলিস। মূল অভিযুক্ত নিমেষ সিং-সহ তার ৯ বন্ধুকে মঙ্গলবার সকালে হাওড়া আদালতে তোলা হয়। সোমবার সন্ধ্যায় বেলুড় থেকে নিখোঁজ হয় বালির পশ্চিম শান্তিনগরের বাসিন্দা নাবালিকা সুপর্ণা দে।