২৪ ঘণ্টার প্রতিনিধিকে আক্রমণ করা তৃণমূলের তারকা ফের মারধর বিতর্কে

২৪ ঘণ্টার প্রতিনিধিকে আক্রমণ করা তৃণমূল কর্মী তারক দাস ফের মারধর বিতর্কে

২৪ ঘণ্টার প্রতিনিধিকে আক্রমণ করা তৃণমূল কর্মী তারক দাস ফের মারধর বিতর্কেফের বিতর্কে যাদবপুরের তৃণমূল কর্মী তারক দাস। আজ সকালে শিবশঙ্কর সাহা নামে এক ব্যক্তিতে তিনি মারধর করেছেন বলে অভিযোগ। এর আগে পিন্টু সাহা নামে এক সিপিআইএম কর্মীকে মারধর করেছিল তারক দাস। সেই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন শিবশঙ্কর সাহা। সেই কারণেই তারক দাস, শিবশঙ্কর সাহার ওপর চড়াও হন বলে অভিযোগ এলাকাবাসীর।

২০১২ সালের ২৮ শে ফেব্রুয়ারি বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের দিন ২৪ ঘণ্টার প্রতিনিধির ওপর চড়াও হয়েছিলেন তারক দাস। তারপরেও প্রোমোটারি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে মাথায় শাবল দিয়ে মারাত্মক আঘাত করেন তিনি।

First Published: Monday, December 23, 2013, 16:22


comments powered by Disqus