Last Updated: Sunday, January 19, 2014, 20:48
ফের পুলিস কর্মী তারক দাসের গুণ্ডামি। এবার দেওয়াল লেখার সময় সিপিআইএম কর্মীদের উপর হামলা অভিযোগ উঠল তৃণমূল নেতা তারক দাসের বিরুদ্ধে। শনিবার দুপুর দেড়টা নাগাদ পাটুলির রায়পুর এলাকায় ব্রিগেড সমাবেশের জন্য দেওয়াল লিখছিলেন সিপিআইএম কর্মীরা। অভিযোগ, সেই সময় চারটি বাইকে বারো জন দুষ্কৃতী হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন তারক দাস। দুই সিপিআইএম কর্মীকে মারধর করেন তারক।