হাইকোর্টে টাটাদের শুনানি আজ, Tata division bench hearing today

হাইকোর্টে টাটাদের শুনানি আজ

হাইকোর্টে টাটাদের শুনানি আজসিঙ্গুর জমি মামলা নিয়ে টাটাদের আবেদনের ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্টে। গতকাল বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আবেদন পেশ করেন টাটাদের আইনজীবী সমরাদিত্য পাল। গত আঠাশে সেপ্টেম্বর সিঙ্গুর আইনকে বৈধ বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় টাটারা। সেইসঙ্গে সিঙ্গুরের জমি বন্টন প্রক্রিয়ার উপর সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ ছিল তা বহাল রাখারও আবেদন জানিয়েছে টাটা গোষ্ঠী।  

First Published: Tuesday, November 1, 2011, 10:50


comments powered by Disqus