Last Updated: Wednesday, November 13, 2013, 20:58
ফের হতাশা সিঙ্গুর জুড়ে। সংশয় বাড়ছে জমি ফিরে পাওয়া নিয়ে। সুপ্রিম কোর্টে টাটারা জানিয়ে দিয়েছে, সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে নারাজ তাঁরা। সিঙ্গুরে শিল্প হোক, চাইছেন জমিদাতারা। শিল্পের পক্ষে সওয়াল করছেন অনিচ্ছুক জমিদাতাদেরও একাংশ। কিন্তু সিঙ্গুর নিয়ে শেষপর্যন্ত কী রায় দেবে শীর্ষ আদালত? আইনি জটিলতার মাঝে পড়ে বিশ বাঁও জলে সিঙ্গুরের ভবিষ্যত।