Last Updated: December 18, 2013 18:02

২৪ বছর পর ফের রাজ্যে হোটেল ব্যবসায় বিনিয়োগ করল টাটা গোষ্ঠী। দক্ষিণ কলকাতায় মাথা তুলল টাটাগোষ্ঠীর নতুন হোটেল -গেটওয়ে। ১৫০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই হোটেলটিতে মোট ১৯৭টি ঘর রয়েছে। লাভের মুখ দেখলে ভবিষ্যতে হোটেল ব্যবসায় ফের লগ্নি করবে বলে জানিয়েছে টাটাগোষ্ঠী।
১৯৮৯ সালে কলকাতার হোটেল শিল্পে টাটাদের প্রবেশ। আলিপুর চিড়িয়াখানার পাশে তাজ বেঙ্গল। নিজেদের হোটেল ব্যবসাকে টাটারা এরপর পাঁচতারা হোটেল থেকে বাজেট হোটেল জিঞ্জর ব্র্যান্ডে ছড়িয়ে দিয়েছে। চার বছর আগে শুরু হয় তাদের নতুন ব্র্যান্ড গেটওয়ে। ইতিমধ্যে দেশের ২৩টি শহরে রয়েছে গেটওয়ের উপস্থিতি। এবার কলকাতাকেও ঠিকানা করল টাটাদের গেটওয়ে ব্র্যান্ড।
হোটেলে ঘর রয়েছে মোট ১৯৭টি। সুইমিং পুল থেকে জিম রয়েছে একাধিক অত্যাধুনিক সুযোগ সুবিধা। কলকাতার বাণিজ্যিক গুরুত্বকে মাথায় রেখেই তাঁদের এই বিনিয়োগ বলে জানাচ্ছেন গেটওয়ে কর্তৃপক্ষ।
First Published: Wednesday, December 18, 2013, 18:02