Last Updated: Wednesday, December 18, 2013, 18:02
২৪ বছর পর ফের রাজ্যে হোটেল ব্যবসায় বিনিয়োগ করল টাটা গোষ্ঠী। দক্ষিণ কলকাতায় মাথা তুলল টাটাগোষ্ঠীর নতুন হোটেল -গেটওয়ে। ১৫০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই হোটেলটিতে মোট ১৯৭টি ঘর রয়েছে। লাভের মুখ দেখলে ভবিষ্যতে হোটেল ব্যবসায় ফের লগ্নি করবে বলে জানিয়েছে টাটাগোষ্ঠী।