gateway - Latest News on gateway| Breaking News in Bengali on 24ghanta.com
২৪ বছর পর রাজ্যে হোটেল ব্যবসায় বিনিয়োগ টাটা গোষ্ঠীর, লাভ হলে ফের লগ্নির আশ্বাস

২৪ বছর পর রাজ্যে হোটেল ব্যবসায় বিনিয়োগ টাটা গোষ্ঠীর, লাভ হলে ফের লগ্নির আশ্বাস

Last Updated: Wednesday, December 18, 2013, 18:02

২৪ বছর পর ফের রাজ্যে হোটেল ব্যবসায় বিনিয়োগ করল টাটা গোষ্ঠী। দক্ষিণ কলকাতায় মাথা তুলল টাটাগোষ্ঠীর নতুন হোটেল -গেটওয়ে। ১৫০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই হোটেলটিতে মোট ১৯৭টি ঘর রয়েছে। লাভের মুখ দেখলে ভবিষ্যতে হোটেল ব্যবসায় ফের লগ্নি করবে বলে জানিয়েছে টাটাগোষ্ঠী।