Last Updated: June 26, 2013 10:12

বিতর্কের এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে অনেক আগেই মসৃণরাস্তায় পা দিয়েছিল টাটা ন্যানো। এবার টাটা ন্যানোর সফর ঠাঁই করে নিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। গোটা ভারতে সফর করে একটা দেশে সবচেয়ে বেশী পথ অতিক্রম করার নতুন রেকর্ড গড়ল পৃথিবীর সবচেয়ে কম উৎপাদন খরচ বিশিষ্ট এই গাডি়টি।
রেকর্ড গড়া গোটা ভারত সফর করতে ন্যানোর লাগে দশ দিন। মার্চ মাসের ২১ তারিখে তামিলনাড়ু থেকে ন্যানোর এই রেকর্ড গড়ার সফর শুরু হয়। এরপর গোটা ভারত ঘুরে ৩০ মার্চ বেঙ্গালুরতে সফর শেষ হয়। মোট ১০,২১৮ কিলোমিটার সফর করে গিনিস বুকে ঠাঁই করে নেয় ন্যানোর এই সফর। গিনিস বুকে এর আগে এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ৮,০৪৬ কিলোমিটারের। ন্যানোর এই ঐতিহাসিক সফরের চালক ছিলেন শ্রীকারুন্যা সুব্রামানিয়াম।
২০০৮ সালের ১০ই জানুয়ারি রাজধানী দিল্লীর প্রগতি ময়দানে অনুষ্ঠিত এক অটো এক্সপোতে ন্যানোর উদ্বোধন হয়। এই ন্যানোর সঙ্গে আমাদের রাজ্যের সম্পর্ক বোঝাতে কোনও কিছু না লিখলেও পাঠক বুঝে যাবেন, তাই...।
First Published: Wednesday, June 26, 2013, 10:12