Last Updated: Wednesday, June 26, 2013, 10:12
বিতর্কের এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে অনেক আগেই মসৃণরাস্তায় পা দিয়েছিল টাটা ন্যানো। এবার টাটা ন্যানোর সফর ঠাঁই করে নিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। গোটা ভারতে সফর করে একটা দেশে সবচেয়ে বেশী পথ অতিক্রম করার নতুন রেকর্ড গড়ল পৃথিবীর সবচেয়ে কম উৎপাদন খরচ বিশিষ্ট এই গাডি়টি।