Taxi High secondery exam paper

সিটের নিচে ট্যাক্সি চালক পেলেন ১০টি উচ্চমাধ্যমিকের উত্তরপত্র

ট্যাক্সি থেকে উদ্ধার হল উচ্চ মাধ্যমিকের দশটি বাংলা উত্তরপত্র। সকালে নিজের ট্যাক্সি সাফাই করছিলেন চিত্‍পুর থানা এলাকার ট্যাক্সিচালক গোপাল দাস। তখনই সিটের নিচে পড়ে থাকা উত্তরপত্রগুলি তাঁর নজরে আসে। তিনি নিজেই চিত্‍পুর থানায় গিয়ে উত্তরপত্রগুলি পুলিসের কাছে জমা দেন।

দুপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষ সংসদের প্রতিনিধিরা এসে থানা থেকে উত্তরপত্রগুলি নিয়ে যান। কীভাবে ১০টি খাতা ট্যাক্সিচালকের কাছে এল তা জানতে তদন্ত করছে পুলিস।

First Published: Friday, April 4, 2014, 20:53


comments powered by Disqus