Last Updated: Friday, April 4, 2014, 20:53
ট্যাক্সি থেকে উদ্ধার হল উচ্চ মাধ্যমিকের দশটি বাংলা উত্তরপত্র। সকালে নিজের ট্যাক্সি সাফাই করছিলেন চিত্পুর থানা এলাকার ট্যাক্সিচালক গোপাল দাস। তখনই সিটের নিচে পড়ে থাকা উত্তরপত্রগুলি তাঁর নজরে আসে। তিনি নিজেই চিত্পুর থানায় গিয়ে উত্তরপত্রগুলি পুলিসের কাছে জমা দেন।