৭৩ বছরের বৃদ্ধাকে ট্যাক্সি থেকে ধাক্কা মেরে ফেল দিল চালক

৭৩ বছরের বৃদ্ধাকে ট্যাক্সি থেকে ধাক্কা মেরে ফেল দিল চালক

৭৩ বছরের বৃদ্ধাকে ট্যাক্সি থেকে ধাক্কা মেরে ফেল দিল চালকফের শহরে ট়্যাক্সি চালকের দৌরাত্ম্য। এক ৭৩ বছরের বৃদ্ধাকে ট্যাক্সি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে। বৃদ্ধার অভিযোগ পেয়ে ওই চালককে গ্রেফতার করেছে পুলিস। বুধবার ধৃত চালককে আদালতে তোলা হয়।

মঙ্গলবার সন্ধে। জমজমাট পার্ক স্ট্রিট। রফি আহমেদ কিদওয়াই রোড ক্রসিংয়ের সামনে দুই আইনজীবী মোনালিসা দত্ত ও রূপা মাইতির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মমতা পণ্ডিত। তিয়াত্তর বছর বয়সী মমতা পণ্ডিত জাস্টিস শম্ভুনাথ পণ্ডিতের প্র-পৌত্রী। গড়িয়াহাট যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও একটিও ট্যাক্সি ধরতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত একটি ট্যাক্সির দরজা খুলে উঠে পড়েন দুই আইনজীবী। ট্যাক্সির সামনে ওঠেন মমতা। ট্যাক্সি চালককে অতিরিক্ত ভাড়া দেওয়ার আশ্বাসও দেন। কিন্তু নাছোর ট্যাক্সিচালক ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে ট্যাক্সি থেকে ফেলে দেয় বলে অভিযোগ।

পরে ফের ট্যাক্সিতে ওঠেন বৃদ্ধা। কিন্তু সামান্য এগিয়ে ট্যাক্সি দাঁড়িয়ে পড়ে। ফের শুরু হয় যাত্রী-ট্যাক্সিচালক বচসা। শেষ পর্যন্ত টহলরত পুলিসকর্মীকে জানালে অভিযুক্ত চালক অনিল কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিস।

পুলিস সূত্রে খবর, গ্রেফতারের পর ওই ট্যাক্সিচালককে ছাড়ানোর জন্য ট্যাক্সি সংগঠনের তরফে সুপারিশ জানানো হয়। কিন্তু পুলিস নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। টাক্সিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ট্যাক্সিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

First Published: Wednesday, June 18, 2014, 14:25


comments powered by Disqus