Last Updated: Thursday, December 19, 2013, 20:47
পেট্রোল-ডিজেলের দাম যতই বাড়ুক, পিক আওয়ারে কলকাতায় ট্যাক্সি মেলা কিন্তু মোটেই সহজ নয়। একটু রাত হলেই দূর থেকে হাত নেড়ে উধাও ট্যাক্সিচালক। যদি বা যেতে রাজি, দাবি বাড়তি ভাড়ার। যাত্রী দুর্ভোগ কমাতে এবার কলকাতার রাস্তায় এক হাজার নীল সাদা ট্যাক্সি নামাচ্ছেন পরিবহণ মদন মিত্র। দুরঙা ট্যাক্সিতে লেখা থাকবে নো রিফিউজাল।