Last Updated: March 7, 2014 23:27

স্কুলের মধ্যেই উদ্ধার হল প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক পুর্নেন্দু দাসের দেহ উদ্ধার হয় আজ সন্ধ্যায়। একতলার একটি পরিত্যক্ত ঘরে প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ নজরে আসে নিরাপত্তারক্ষীর।
পুলিসের প্রাথমিক অনুমান, পুর্নেন্দু দাস আত্মহত্যা করেছেন। স্কুল ছুটির পর বেলা ১ টা নাগাদ তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিস। অর্থনৈতিক কারণে দীর্ঘদিন তিনি অবসাদে ভুগছিলেন।
First Published: Friday, March 7, 2014, 23:27