কোর কমিটিতে রদবদল নিষ্প্রয়োজন, Team Anna`s core committee meeting

কোর কমিটিতে রদবদল নিষ্প্রয়োজন

কোর কমিটিতে রদবদল নিষ্প্রয়োজনকোর কমিটি ভেঙে দেওয়ার বা কমিটিতে রদবদলের কোনও প্রশ্নই নেই। জন লোকপাল বিলের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই, এমন সব বিতর্ক তৈর করা হচ্ছে বলেই অভিযোগ টিম আন্নার সদস্যদের। কোর কমিটির বৈঠকের পরে একথাই জানিয়েছেন অরবিন্দ কেজরিয়াল। তবে কমিটি পুনর্গঠন এবং শক্তিশালী করার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি। টিম আন্নার তিন সদস্য অরবিন্দ কেজরিয়াল, প্রশান্ত ভূষণ এবং কিরণ বেদী আগামিকাল রালেগাঁওতে আন্না হাজারের সঙ্গে বৈঠকে বসবেন। টিম  আন্নার এই তিন সদস্যের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতি সহ বিভিন্নরকম অভিযোগ উঠেছে। বর্তমানে রালেগাঁওতে মৌনব্রত পালন করছেন আন্না হাজারে।

First Published: Saturday, October 29, 2011, 21:45


comments powered by Disqus