আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, selfconfident Team India

আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়াইংল্যান্ডের বিরুদ্ধে পর-পর দুটি ম্যাচে জয়। জয়ের জেরে আইসিসির তালিকায় একধাপ উঠে চতুর্থ স্থানে উঠে গেছে ভারতীয় ক্রিকেট দল। সব মিলিয়ে এখন কলার তুলে ঘোরার পালা ধোনিদের। বৃহস্পতিবার চন্ডীগড়ে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে ঢোকানোর লক্ষ্যে রয়েছেন ধোনি। সিরিজ শুরু হওয়ার আগেই চোটের জন্য দল থেকে বাদ পড়েছিলেন সিনিয়াররা। ফলে সুযোগ পান তরুণরা। সুযোগকে কাজেও লাগিয়েছেন বিনয় কুমার, উমেশ যাদবরা। তাই দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার ঝুঁকি নেননি নির্বাচকরা। সিরিজের বাকি ম্যাচ গুলোর জন্য বর্তমান দলের উপরেই আস্থা রেখেছেন তাঁরা।

First Published: Wednesday, October 19, 2011, 17:37


comments powered by Disqus