Chandigarh series - Latest News on Chandigarh series| Breaking News in Bengali on 24ghanta.com
আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

Last Updated: Wednesday, October 19, 2011, 17:37

ইংল্যান্ডের বিরুদ্ধে পর-পর দুটি ম্যাচে জয়। জয়ের জেরে আইসিসির তালিকায় একধাপ উঠে চতুর্থ স্থানে উঠে গেছে ভারতীয় ক্রিকেট দল। সব মিলিয়ে এখন কলার তুলে ঘোরার পালা ধোনিদের। বৃহস্পতিবার চন্ডীগড়ে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে ঢোকানোর লক্ষ্যে রয়েছেন ধোনি।