Last Updated: February 10, 2013 11:10

আজ ১০ ফেব্রুয়ারি। টেডি ডে। আট থেকে আশি, টেডি ভালবাসেন না এমন মানুষ মেলা ভার। প্রেম সপ্তাহের আজকের এই বিশেষ দিনটাকে হাতছাড়া করবেন না কোনভাবেই। জানবেন নরম সরম গল্লু একটা পুঁচকি টেডিও এক নিমেষে বদলে ফেলতে পারে আপনার গম্ভীর প্রেমিকার মেজাজটাকেও। একটা শব্দ খরচ না করেও ওই এক টেডি আপনার বার্তা বাহক হয়ে ভালবাসার মানুষটির কাছে পৌঁছে দিতে পারে আপনার গভীরতম ভালবাসার সব গোপন অনুভূতি। সব ঝগড়া, সব অভিমান ওই এক পুতুলেই ধুলোবালি হয়ে উড়ে যাবে। প্রেমিকারাও পিছিয়ে থাকবেন না, সারা বছরতো প্রেমিকরাই আপনাদের নরম পুতুল উপহার দেন। আজ আপনি না হয় একটা টেডি দিয়ে ভালবাসার অব্যক্ত ইস্তেহারটা পৌঁছেদিন প্রেমিকের কাছে। দেখবেন, আপনার প্রেমিক প্রবরটি এতে চমকে গেলেও মনেমনে খুশিও হবেন বিস্তর। আপনিও আপনার টেডি ডের অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে। জানান নরম পুতুল দিয়ে কার মন জয় করতে চান? কার মন কেড়ে নিয়েছিলেন আজকের দিনে? কমেন্ট করুন নীচে।
First Published: Sunday, February 10, 2013, 11:10