Last Updated: December 1, 2013 11:06

২টো ৩০: তেজপালের ৬ দিনের পুলিস হেফাজতের নির্দেশ।
৯টা ৪৫: জেলের ভিতর প্রথম রাত কাটালেন তরুণ তেজপাল। সহকর্মীকে যৌন হেনস্থা করার দায়ে অভিযুক্ত তরুণ তেজপালের হাজতবাসের প্রথম রাত কাটল দুই খুনি আসামীর সঙ্গে।
৯টা ১৫: আজ আদালতে পেশ করা হবে তরুণ তেজপালকে। তেহলকা ম্যগাজিনের প্রাক্তন মুখ্য সম্পাদককে নিয়ে যাওয়া হবে গোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে।
এক তরুণী সাংবাদিক সম্পাদকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর গোয়া ক্রাইম ব্রাঞ্চ তাঁকে শনিবার গ্রেফতার করে। গোয়ার একটি হোটেলে গত মাসে ওই মহিলাকে দু`বার যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। গতকাল অর্ন্তবর্তী জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তেজপালকে গ্রেফতার করা হয়।
First Published: Sunday, December 1, 2013, 14:32