Last Updated: Tuesday, November 26, 2013, 22:54
যৌন হেনস্থা তো দূর অস্ত, সহকর্মীর সঙ্গে কোনও খারাপ আচরণই করেননি তিনি। যা ঘটেছে তা নিছকই হালকা মসকরা। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়ে এমনটাই দাবি করলেন তরুণ তেজপাল। একই সঙ্গে তাঁর তোপ, পরিকল্পনা করে রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। এদিকে, আজই নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিস। সাতই নভেম্বর ঠিক কী ঘটেছিল হোটেলের লিফটে? এখনও তা স্পষ্ট নয়। নির্যাতিতা মহিলা পুলিসে অভিযোগ দায়ের না করলেও ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করেছে গোয়া পুলিস। আর ঘটনার দুসপ্তাহ পর পাল্টা তোপ দাগলেন তরুণ তেজপাল। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়ে তেজপালের দাবি, সাতই নভেম্বর গোয়ার হোটেলের লিফটে কিছুই হয়নি।