Last Updated: November 29, 2013 10:29

কৌশল পরিবর্তন। সহকর্মীর যৌননির্যাতনের দায়ে অভিযুক্ত তেহলকা পত্রিকার মুখ্য সম্পাদক দিল্লি আদালত থেকে আগাম জামিনের আবেদন তুলে নিয়েছেন। ঠিক আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলে আবেদন প্রত্যাহার করেছেন অভিযুক্ত সম্পাদক। জামিনের আবেদন নিয়ে শুনানি হওয়ার ঠিক একদিন আগে আবেদন তুলে নিলেন তেজপাল।
তেজপালের আইনজীবী সন্দীপ কাপুর বলেন, "যথাযথ বিচার পাওয়ার জন্য আমরা অন্য আদালতে আপিল করতে চাই, তাই আমরা দিল্লি আদালত থেকে আবেদন প্রত্যাহার করলাম।"
সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর তেহলকা পত্রিকার মুখ্য সম্পাদক তরুণ তেজপাল ৬ মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এই ঘটনায় গোয়া পুলিস তদন্ত শুরু করায় আগাম জামিনের আবেদন করেছিলেন তরুণ তেজপাল।
বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে গোয়া পুলিসের কাছে হাজির হওয়ার কথা ছিল তেজপালের। সময়সীমা পেড়িয়ে গেলেও। ধরা দেননি তেজপাল। উল্টে চিঠি লিখে আরও দু`দিন সময় চেয়েছিলেন তিনি। শনিবার দুপুরের মধ্যে গোয়া পুলিসের কাছে যাবেন বলে চিঠিতে কথা দিয়েছেন তেজপাল।
First Published: Friday, November 29, 2013, 10:29