Last Updated: Friday, November 29, 2013, 10:29
কৌশল পরিবর্তন। সহকর্মীর যৌননির্যাতনের দায়ে অভিযুক্ত তেহলকা পত্রিকার মুখ্য সম্পাদক দিল্লি আদালত থেকে আগাম জামিনের আবেদন তুলে নিয়েছেন। ঠিক আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলে আবেদন প্রত্যাহার করেছেন অভিযুক্ত সম্পাদক। জামিনের আবেদন নিয়ে শুনানি হওয়ার ঠিক একদিন আগে আবেদন তুলে নিলেন তেজপাল।