Last Updated: February 20, 2014 18:58

পেশ হলেও রাজ্যসভায় মোটেই মসৃণ পথ পাচ্ছে না তেলেঙ্গানা বিল। কারণ বিলের ওপর সংশোধনীর দাবি থেকে সরছে না বিজেপি। সেক্ষেত্রে, সংশোধনী গৃহীত হলে লোকসভায় ফেরাতে হবে তেলেঙ্গানা বিলটিকে। ফলে, চলতি অধিবেশনে বিলের ভবিষ্যত ঘিরে কিছুটা হলেও দানা বাঁধতে শুরু করেছে অনিশ্চয়তার মেঘ।
তুমুল হট্টগোলের মধ্যেই আজ রাজ্যসভায় পেশ হয় তেলেঙ্গানা বিল। আজও দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে নোটিস দিয়েছেন বিজেপির অরুণ জেটলি ও তৃণমূলের ডেরেক ওব্রায়েন। কিন্তু হইহট্টগোলে অরুণ জেটলি তাঁর বক্তব্য জানাতেই পারেননি। বিল নিয়ে বিতর্ক চেয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল নিয়ে সহমতের জন্য সর্বদল বৈঠক করেন রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। সেই বৈঠকে বিলের ওপর আলোচনা নিয়ে ঐকমত্য হয়েছে।
First Published: Thursday, February 20, 2014, 18:58